ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ উন্মোচনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইতালীয়রা বাংলাদেশের বন্ধু।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বার্ষিক জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে স্থানীয় সময় মঙ্গলবার এক বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। বলেন, এই অভ্যুত্থান বাংলাদেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং পুরো জাতির জন্য ‘রিসেট বোতাম’ টিপেছে।
মেলোনি বলেন, ‘ইতালি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সমর্থন করবে। অবশ্যই, আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন। আসুন, আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচনের চেষ্টা করি।’
বাংলাদেশ থেকে অভিবাসন প্রক্রিয়া আনুষ্ঠানিক করার জন্য প্রধান উপদেষ্টা ইতালির নেত্রীর প্রতি আহ্বান জানান। এর ফলে আরও বেশি বাংলাদেশি কর্মীদের আইনগত চ্যানেলের মাধ্যমে ইতালিতে প্রবেশের পথ সুগম হবে। তিনি বলেন, এটি ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমিয়ে আনবে।
মেলোনি এতে সম্মত হন। তিনি বলেন, উভয় দেশকে এক সাথে কাজ করতে হবে; অনিয়মিত অভিবাসন বন্ধ করারজন্য এবং ইতালিতে কাজ করার পরিকল্পনাকারী ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য।
বিদ্যুৎ উপদেষ্টা ফউজুল কবির খান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।