দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। তবে কানপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ নাজমুল হোসেন শান্তদের জন্য। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের জন্য বড় শঙ্কা কানপুরের আবহাওয়া
আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, কানপুরে টেস্টের প্রথম দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। সে দিন বজ্রপাতের ৫৬ শতাংশ সম্ভাবনা আছে বলে জানিয়েছে আকুওয়েদার।
প্রথম দিনের পর টেস্টের দ্বিতীয় দিনেও স্বস্তির সংবাদ নেই। আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে, শনিবার কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ, যেখানে বজ্রপাতের সম্ভাবনা ৪৮ শতাংশ।
টেস্টের তৃতীয় দিন আবহাওয়া কিছুটা স্বস্তি দিতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আকুওয়েদার জানাচ্ছে, সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং রোববার বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ।
প্রথম তিন দিনের অস্বস্তির পর কানপুর টেস্টের জন্য চতুর্থ দিন থাকবে স্বস্তির খবর, সেদিন বৃষ্টির শঙ্কা থাকছে না, ৩০ সেপ্টেম্বর তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
সিরিজ বাঁচানো ম্যাচের আগে আবহাওয়ার এমন পূর্বাভাস বাংলাদেশকে অস্বস্তিতে রাখছে। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ নম্বরে থাকা নাজমুল হোসেন শান্তর দল অবশ্যই চাইবে এই ম্যাচে জয় তুলে নিতে।