বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তরফ থেকে তার জীবনের প্রতি বড় হুমকি

প্রতিনিধির / ১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তরফ থেকে তার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়, ৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা বাহিনী তেহরানের পক্ষ থেকে ‘বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট’ হুমকির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের তরফ থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সেনাবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অপেক্ষা করছে। ইরান ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সফল হয়নি। তবে তারা আবার চেষ্টা করবে।

এ সময় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, এত লোক, এত বন্দুক, এত অস্ত্র তিনি আগে কখনো দেখেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ