শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

বাঙালির মতো বীরের জাতি পৃথিবীতে আর কোথাও নেই

প্রতিনিধির / ১১ বার
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা যে গতিতে হওয়ার কথা ছিলো সে গতিতে হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, সবার চিকিৎসা দরকার মুখে বললে হবে না। তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আহতদের পুনর্বাসন এর ব্যবস্থা করতে হবে সরকারকে।

তিনি বলেন, ১২ বছরের ছেলেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। বাঙালির মতো বীরের জাতি পৃথিবীতে আর কোথাও নেই।

মাহমুদুর রহমান বলেন, ‘আগামীকাল জেলে যেতে হবে। এরপর মুক্ত হয়ে অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ