শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ঝিনাইদহে

প্রতিনিধির / ১০ বার
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়ায় প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টারে এ মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১২ হাজার ৪৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাজা, এবং ৮৭১ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, জেলা মাদক অধিদফতর কর্মকর্তা গোলক মজুমদারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ