শিরোনাম:
সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন পালন কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষে চারজন আহত মিরপুরে গুলি করে টাকা ছিনতাই এর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মুশফিক শান্তর জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশের কোন ভয় নেই বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ইসরাইলি হামলায় তেহরানে বাংলাদেশী দূতাবাস কর্মকর্তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি হামলায় গাজায় এক দিনে ৯০ জনের মৃত্যু পাবনায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী একটি স্কুলছাত্রের মৃত্যু হবিগঞ্জের নয় বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

আত্মসমর্পণ করে জামিন চাইবেন মাহমুদুর রহমান

প্রতিনিধির / ১২৬ বার
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করবেন।

মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান। আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন আবেদন করবেন মাহমুদুর রহমান। জামিন নামঞ্জুর হলে তার জন্য কারাগার ডিভিশনের আবেদন করা হবে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনকে সাত বছরের কারাদণ্ড দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে একত্রিত হন। এ সময় আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন আদালতে সাক্ষ্য দেন।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর সকলে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, এই আমলে আমার কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনও আমার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ