সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণ আওয়ামী লীগ সরকার

প্রতিনিধির / ১৩ বার
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই সময় যেন আবার ফিরে না আসে।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো ভবনে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম আয়োজিত ‘স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার: এনজিওদের সহায়ক ভূমিকা’ শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘আগের সরকারের (আওয়ামী লীগ) সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল। সে সময় যেন আবার ফিরে না আসে।’

আইন উপদেষ্টা বলেন, ‘খারাপ সময়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। আমাদের আবার খারাপ সময় আসতে পারে। তেমন সময় আসলে সবাইকে সোচ্চার হতে হবে।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলবো।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা দাবি করেন, ‘শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ