সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ফরিদপুরে

প্রতিনিধির / ৯ বার
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল করার ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের তিন শ্রমিককে মারধর করেন থ্রি হুইলারের শ্রমিকেরা। এ ঘটনার পর বাস শ্রমিকেরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে।

গতকাল রাতের এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকেও আভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। আর দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকেরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা সাপেক্ষে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ