বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

প্রতিনিধির / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন– এমারুল (৫০), তাঁর স্ত্রী পলি আক্তার এবং তাঁদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এসময় ওই ঘরে বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ। তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। পরবর্তীতে জানানো যাবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট আমরা পরীক্ষা করেছি, এসব ঠিক আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ