বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর-গাইবান্ধাতেও ত্রাণ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে কৃষিকে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।
ডা. এজেডএম জাহিদ বলেন, রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সাথে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।
তিনি আরও বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে বলেও মন্তব্য করেন তিনি।