কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি গাছের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল। এ ছাড়া ঘটনাস্থলে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি।
নিহত অটোরিকশার চালকের নাম হুমায়ুন (২০)। তিনি করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল বুধবার রাতে রোগী আনার কথা বলে অজ্ঞাত এক যাত্রী কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে হুমায়ুনের অটোরিকশা ভাড়া নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিল। পরে রাতে আর স্বজনেরা তাঁর কোনো খোঁজ পায়নি। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার অটোরিকশা উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।