বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

দেড় বছর পর মাদ্রিদের হার চ্যাম্পিয়নস লিগে

প্রতিনিধির / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

চ্যাম্পিয়নস লিগে প্রায় দেড় বছর পর হারের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কসরা। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪২ বছর পর হারিয়েছে অ্যাস্টন ভিলা। বড় দুদলের হারের দিনে জয় পেয়েছে লিভারপুল ও জুভেন্টাস।

চ্যাম্পিয়নস লিগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের তেঁতো স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এরপর অবশ্য সব প্রতিযোগীতা মিলে দলটা ৩৬ ম্যাচ ছিলো আনবিটেন। তারাই এবার ফরাসি ক্লাব লিলের বিপক্ষে প্রথম দেখাতেই হার নিয়ে মাঠ ছাড়লো।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেও দলকে জয় এনে দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে ব্যর্থ হয়েছেন এভিনিসিয়াস, এন্ড্রিক, বেলিংহামরা। লিলের ঘরের মাঠে রিয়াল বিবর্ণ। আক্রমণে ছিলো সাদামাটা। এতেই বিরতিতে যাওয়ার আগে ডেভিড স্পট কিক থেকে গোল করে লিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

রিয়ালের প্রথমার্ধের ছন্দহীন ফুটবলের ছাপ দ্বিতীয়ার্ধেও দেখা মেলে। ৬১ মিনিটে এমবাপ্পে –মদ্রিচ মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে কাজের কাজ কিছুই হয়নি। ফরাসি ক্লাবটার বিপক্ষে তারা ডেড লকই ভাঙ্গেতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আনচেলত্তির শিষ্যদের।

চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে ১৯৮২ সালের পর আবারও অ্যাস্টন ভিলার কাছে হারলো বায়ার্ন মিউনিখ। সেবার ফাইনালে জার্মান ক্লাবটিকে হারিয়ে প্রথম ও শেষবার চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাবটি। সেই সুখস্মৃতি নিয়ে ভিলা পার্কে মাঠে নামে স্বাগতিকরা। তবে আধিপত্য বিস্তার করে বায়ার্ন।

বলদখল কিংবা আক্রমণ সবদিকেই এগিয়ে ছিলো তারা। শুধু গোলটায় করতে পারেনি সফরকারীরা। ৭০ মিনিটে বদলি নামা অলি ওয়াটকিন্স দলের ভাগ্য পরিবর্তন করে দেন। ৭৮ মিনিটে তার করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর জুভেন্টাস ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে লাইফজিগের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ