ভারত সফরের আগে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। কেননা, কদিন আগেই যে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ দল। ভারত সফরের আগেও তাই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অধিনায়ক শান্ত। তবে ভারতের সামনে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারে ২৮০ রানে। এরপর কানপুর টেস্টে সর্বসাকুল্যে আড়াই দিনও খেলা হয়নি। অথচ এই অল্প সময়ের মধ্যেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সের পর ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে হাস্যরস। ট্রলের শিকার হচ্ছে টাইগার ক্রিকেটাররা। মজার মিমস এবং ভিডিও বানিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পার্থক্য বোঝাচ্ছে তারা।