শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক

প্রতিনিধির / ৪৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানা এলাকায় আল আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. আহসান হাবীব তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এলোপাতাড়ি হামলা ও গুলিতে তাৎক্ষণিক মারা যান আল আমিন হোসেন।

এ ঘটনায় বাড্ডা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন আল আমিনের মা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ