তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় মিডিয়ার বরাতে বিবিসি বলছে, সকাল সাড়ে নয়টার পর এই ঘটনা ঘটে। একই সময়ে শক্তিশালী টাইফুন আঘাত হানায় সেখানে উদ্ধারকাজ ‘আরো কঠিন’ হয়ে পড়ে। তবে কাছাকাছি থাকা একটি সামরিক ঘাঁটির সৈন্যরা আগুন নেভাতে দমকলকর্মীদের সাহায্যে এগিয়ে আসে।
স্থানীয় দমকল সংস্থা জানিয়েছে, দুপুর একটার কিছু পরই আগুন নেভানো সম্ভব হয়। আটজনকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তারা মারা যায় এবং দুর্ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনার পর প্রায় ৩০০ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে থাকা অনেকে কাছের একটি বাণিজ্যিক ভবনেও আশ্রয় নেন।
এদিকে অগ্নিকাণ্ডের দিনই টাইফুন ক্রাথন তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত করায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে হাসপাতালে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। কাউন্টি সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মিডিয়া বলছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।