গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনার জেরে তিনটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় বলেন, বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় অজ্ঞাত এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। এ সময় উত্তেজিত জনতা তিনটি বাসে আগুন দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বাসচাপায় এক যুবক নিহতের ঘটনায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।