শিরোনাম:
ইজরাইলে ইরানের হামলায় ১৪ জনের প্রাণহানি ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সাতজনের মৃত্যু ইরান ও ইসরাইলের যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে ট্রাম্প গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রাজধানীতে বাবার অস্ত্রের আঘাতে ছেলের মৃত্যু নেত্রকোনায় পিকাপ ভর্তি ভারতীয় জুস সহ দুইজনকে আটক করেছে পুলিশ গোপালগঞ্জের সুদের টাকা চাওয়া নিয়ে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ১৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে তিনজনের মৃত্যু পটুয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে গরু মেরে ফেলার অভিযোগ এনেছে ছোট ভাই
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ

প্রতিনিধির / ১৪৭ বার
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

দলের প্রয়োজনে চাপের মুখে অসংখ্য ভালো ইনিংস বের করে বিপর্যয় কাটিয়ে তুলতে মাহমুদউল্লাহ রিয়াদ অনেকটা পরিচিত নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও কতদিন খেলবেন সেটাও এখনও পরিস্কার নয়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অবশ্য মাহমুদউল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও মাহমুদউল্লাহ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে খুব তাড়াতাড়ি যে সংক্ষিপ্ততম সংস্করণ থেকে তাকে বিদায় নিতে হবে তা অনেকটাই নিশ্চিত। তাই রিয়াদের অবসর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় টাইগার অধিনায়ক শান্তকে

জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কী না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কী না। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।

শান্ত আরও বলেন, আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।

এদিকে অস্ট্রেলিয়ায় হাই পারফরম্যান্স স্কোয়াডের হয়ে লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাট করেছেন শামীম হোসেন পাটোয়ারী। তাই মাহমুদউল্লাহ অবসরের পর এই ক্রিকেটার সুযোগ পাবেন কি না এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে টাইগার অধিনায়ককে। কিন্তু মাহমুদউল্লাহর সঙ্গে শামীমের তুলনা মানতে পারেননি তিনি। এই তুলনায় বেজায় চটেছেন আতিগার দলপতি।

শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু উনার অনেক অবদান আছে।

শামীম প্রসঙ্গে তিনি আরও বলেন, শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ