শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

২ ইসরায়েলি সেনা নিহত ইরাকি ড্রোন হামলায়

প্রতিনিধির / ৪২ বার
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইরাকের ইসলামিক রেজিস্টান্সের ড্রোন হামলায় কমপক্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তেলআবিবের দখলকৃত গোলান মালভূমিতে এ ড্রোন হামলা চালানো হয়।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ।

জানা গেছে, দু’টি লাদেন ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এরমধ্যে একটি ভূপাতিত করা হলেও আরেকটি আঘাত হানে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে একাধিকবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ