সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয়।
শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।
পরে শুক্রবার দিবাগত মধ্যরাত ৩টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর নিজের ইচ্ছা অনুযায়ী তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়নি।