বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযাগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ মন্তব্য করে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শনিবার বিকেলে এপিবিএন সদর দপ্তরে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনে নিহত মীর মুগ্ধের স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা বলেন, সাংবাদিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, সরকার পতনের পরের তিন দিন সরকারের শীর্ষ স্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়েছে, যা এখন আর সম্ভব না।
সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।