নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টিতে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের তিনটি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট কাজ করছে।
ফখর উদ্দিন বলেন, কালিরবাজারে একটি মসলার দোকানে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। তবে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।