শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

১৮ মাসের জন্য পূর্ণ দায়িত্ব

প্রতিনিধির / ৪৩ বার
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ক্রিস সিলভারউড। ৪৯ বছর বয়সী এ ইংলিশ কোচের জায়গায় লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াকে।

তিন মাস পর জয়সুরিয়াকে পূর্ণকালীন হেড কোচের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, হেডকোচ হিসেবে জয়সুরিয়ার পূর্ণকালীন দায়িত্ব শুরু হয়েছে ১লা অক্টোবর থেকেই। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে গত জুলাইতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর জয়সুরিয়ার প্রথম পরীক্ষা ছিল ভারতের বিপক্ষে। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টাই হওয়ার পর বাকি দুটি জিতে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে ১৯৯৭ সালের পর জয়াসুরিয়ার অধীনে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জেতে লঙ্কানরা। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম দুটি টেস্ট হারলেও ওভালে তৃতীয় টেস্ট জিতে নেন কামিন্দু মেন্ডিসেরা। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও টেস্টে উড়িয়ে দিয়েছে তারা। জয়সুরিয়ার অধীনে লঙ্কানদের সাফল্যের গ্রাফ দেখে সন্তুষ্ট হয়ে পূর্ণকালীন দায়িত্ব বুঝিয়ে দেয় এসএলসি।

পাকাপাকি দায়িত্ব নেওয়ার পর জয়সুরিয়ার প্রথম মিশন শুরু হবে আগামী সপ্তাহে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ১৩ অক্টোবর ডাম্বুলায় টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে টানা দুই সপ্তাহের এ সিরিজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ