ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
চলমান বন্যায় পানিবন্দী হয়ে আছেন দুই লাখের বেশি মানুষ। বাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির।
কংস নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা ধোবাউড়া উপজেলার আইলাতলী আশ্রয়ন প্রকল্পে পানি ওঠায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ।
ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর পানি বৃদ্ধি পেয়ে গত বৃহস্পতিবার রাত থেকে প্লাবিত হতে শুরু করে হালুয়াঘাট উপজেলা। শুক্রবার দুপুরের পর অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত হয় ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা। আর রোববার থেকে ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
এদিকে বন্যাকবলিত তিন উপজেলায় নগদ সাত লাখ টাকা ও ৬৩ টন চাল বরাদ্দের কথা জানিয়েছে প্রশাসন।