আলবেনিয়ার বর্তমান সরকারকে সরিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে তীব্র বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী এদি রামাকে পদত্যাগ করতে হবে। তার জায়গায় আপাতত একটি কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।
স্থানীয় সময় সোমবার, এই দাবি নিয়ে রাজধানী তিরানার রাস্তায় আন্দোলনে নেমেছিলেন বিরোধী আন্দোলনকারীরা। আগামী বছর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে। তবে, বামপন্থি সরকার কোনোভাবেই এই দাবির সঙ্গে সহমত নয়। অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।