শিরোনাম:
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ইরানের বন্দরে বিস্ফোরণের পাঁচজন নিহত ৬ শতাধিক আহত লোডশেডিং সীমিত রাখতে যথেষ্ট চেষ্টা করবে সরকার পারমাণবিক অস্ত্রে এগিয়ে আছে পাকিস্তান পিএসসির সংস্কার ও প্রশ্ন ফাঁসের জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা কুড়িগ্রামের নৌ রুটে ডাকাতির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ বিশালাকৃতির রণতরী বানিয়েছে উত্তর কোরিয়া গোপালগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ ঝালকাঠি জেলা পরিষদের প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অপরাধে জনপ্রিয় গরুর মাংসের হোটেলকে জরিমানা করেছে খাদ্য আদালত
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

সড়কে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি

প্রতিনিধির / ৬১ বার
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

১৫ বছরে দেশের সড়ক-মহাসড়কে উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে টিআইবি। রাজনীতিক-আমলা-ব্যবসায়ী তিন পক্ষের আঁতাতে হয় এসব দুর্নীতি। টাকার অঙ্কে যার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে ৫১ হাজার কোটি।

আজ বুধবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে, জড়িতদের বিচারের তাগিদ দেয় দুর্নীতি বিরোধী সংস্থাটি।

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সড়ক-মহাসড়কে উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে সাবেক সরকার। প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে গবেষণা প্রতিবেদনের ওপর প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করে টিআইবি।

২০২৩ সালের জুন থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করে সংস্থাটি। সড়ক ও জনপথের ২১টি কর্ম এলাকা থেকে প্রকল্পের ধরন, বরাদ্দ, মেয়াদ এবং শেষ হওয়া ২৫টি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়।

বিদেশি অর্থায়নের প্রকল্পের দুর্নীতিতে বিদেশি পক্ষের ব্যর্থতা ও যোগসাজশ স্বাভাবিক-মনে করছে টিআইবি। দুর্নীতির খতিয়ান তুলে ধরে জড়িতদের বিচারের তাগিদ দিয়েছে সংস্থাটির।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ দুর্নীতি হয়েছে- এ ব্যাপারে কোন সন্দেহ নেই। যারা অনিয়ম দুর্নীতে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক শক্তিকে ত্রিপক্ষীয় আঁতাত হিসেবে চিহ্নিত করে টিআইবি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধে ত্রিপক্ষীয় আঁতাত ভাঙতে হবে। সেটাই আমাদের অন্যতম পরামর্শ। এই খাতে বা অন্য যেকোনো খাতে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে এই ত্রিপক্ষীয় আঁতাত ভাঙতে হবে। এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। ’

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দেশে উন্নয়ন হলেও, স্বচ্ছ-দুর্নীতিমুক্ত হলে, রাষ্ট্রের ব্যয় অনেক কমানো যেতো-বলছে টিআইবি। সেইসাথে প্রকল্পের কাজ হতো আরো মানসম্পন্ন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ