শিরোনাম:
লক্ষ্মীপুরে দিনের বেলা খাবার গ্রহণ করার অপরাধে কান ধরে উঠবস করানো হয়েছে কয়েকজনকে মুন্সিগঞ্জের ডেরায় নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক জেলেকে ধরে পুলিশে দিয়েছে জনতা ঝিনাইদহে পাওনা টাকা আদায়ের জেরে বিপক্ষে সংঘর্ষে ১৪ জন আহত রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কে আটক করে নেয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছে তারেক রহমান রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে লাগা সংঘর্ষে আহত সেই রিক্সা চালকের মৃত্যু হয়েছে পটুয়াখালীতে বসত ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শেরপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বেনাপোলে অভিযানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্যের মৃত্যু
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

বাসের চাপায় নারী নিহত

প্রতিনিধির / ৪২ বার
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

রাজধানীর উত্তর বাড্ডায় অফিসে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে আকাশ পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাস চালককে আটক করেছে পুলিশ।

জানা যায়, নিহত ওই নারীর নাম তাসনিম জাহান আইরিন (২৪)। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বড় বোন নুসরাত জাহান জেরিন (২৮)। আইরিন একটি বেসরকারি কোম্পানিতে এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট পদে চাকরি করতেন।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাসনিম জাহান আইরিন নিহত হন। আহত নুসরাত জাহান জেরিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ পাঠায় পুলিশ।

নিহতের সহকর্মী শেখ রফিক আহমেদ বলেন, ‘তারা দুই বোনই আমাদের এখানে চাকরি করতেন। তাসনিম জাহান আইরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এক বছর যাবত আমাদের এখানে কাজ করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছিলেন। সকালে অফিসে আসার পথে উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে এ সময় দুই মাসের মাঝখানে পড়ে যায় তাসনিম জাহান আইরিন। তাকে ওই বাস টেনে হিঁচড়ে অনেক সামনে নিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যায় এবং তাঁর বোন নুসরাত জাহান জেরিন আহত হন।’

নিহতের বাবা এস এম সাইফুল আলম ছগির বলেন, ‘আমার দুই মেয়ে সকালে বাসা থেকে বের হয় পরে জানতে পারলাম আকাশ পরিবহনের দুই বাসে মাঝখানে পড়ে আমার মেয়ে তাসনিম জাহান আইরিন মারা গেছে।’

বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালের দিকে বাড্ডা থানার সুবাস্তর বিপরীত পাশে আকাশ পরিবহনের চাপায় তাসনিম জাহান আইরিন নামে একজন নিহত হয়। এই ঘটনায় আকাশ পরিবহনের চালককে আটক করা হয়েছে ও বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহতের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ