নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিংয়ের ব্যাটিং তাণ্ডবে ২২১ রানের বড় সংগ্রহ করে ভারত। এই রানের জবাবে শুরুটা বেশ হলেও আবারও ব্যাটিংয়ে হতাশ করে টাইগাররা। কেবল মাহমুদউল্লাহ কিছুটা লড়াই করলেন। কিন্তু সিরিজ বাঁচানোর ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ হারলো ৮৬ রানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজ এক ম্যাচ আগেই নিশ্চিত করলো ভারত।
মাহমুদউল্লাহ ইনিংস সেরা ৪১ রান করে শেষ ওভারের প্রথম বলে আউট হন। ৩৯ বলে তিন ছয়ে রিয়ান পরাগের ক্যাচ হন তিনি। পরের সর্বোচ্চ স্কোর ১৬ রান করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ।
ভারত ২০ ওভারে ২২১/৯ (ওয়াশিংটন ০*, মায়াঙ্ক ১*, আর্শদীপ ৬, বরুণ ০, হার্দিক ৩২, রিংকু ৫৩, নিতিশ ৭৪, সূর্যকুমার ৮, অভিষেক ১৫, স্যামসন ১০)
বাংলাদেশ ২০ ওভারে ১৩৫/৯ (মোস্তাফিজ ১*, তাসকিন ৫*, মাহমুদউল্লাহ ৪১, তানজিম ৮, রিশাদ ৯, জাকের ১, মিরাজ ১৬, হৃদয় ২, শান্ত ১১, লিটন ১৪, ইমন ১৬)
ফলাফল ভারত ৮৬ রানে জয়ী। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ ২-০তে সিরিজ জিতল ভারত।