শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

কুড়িলে সড়ক অবরোধ করে শ্রমিকদের

প্রতিনিধির / ২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ইউরো পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে স্লোগান দিচ্ছেন।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলা পরিবহনের যাত্রীরা। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়া হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে।

ভাটারা থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ