পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়েছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে বিশাল লিডের পথে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪৪ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে করেছে ৭৭৭ রান। ২২১ রানে এগিয়ে আছে দলটি।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুলতান টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ড পাকিস্তানের চেয়ে ৬৪ রানে পিছিয়ে থেকে শুরু করে। তবে মধ্যাহ্নভোজের আগেই লিড নিয়ে ফেলে সফরকারীরা।
আগের দিনের দুই সেঞ্চুরিয়ান জো রুট এবং হ্যারি ব্রুক এদিন সকালের সেশনেই তুলে নেন ডাবল সেঞ্চুরি। এরপর দুজনেই এগোচ্ছিলেন ত্রিশতকের দিকে। তবে রুট ফিরে যান ২৬২ রান করে। এতে করে ভাঙে তাদের অবিস্মরণীয় এক জুটি। অবশ্য উইকেট পতনের আগেই ৪৫৪ রান তুলে ফেলেন তারা, যা পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
রুট ট্রিপল সেঞ্চুরি মিস করলে ব্রুক ঠিকই টেস্টে নিজের প্রথম ত্রিশতক তুলে নিয়েছেন। মাত্র ষষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। এছাড়া ক্রিকেটে ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পেলেন এই ডানহাতি।
এর আগে, প্রথম ইনিংসে আবদুল্লাহ শফিক, শান মাসুদ এবং আঘা সালমানের সেঞ্চুরিতে ৫৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।