শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সেনাবাহিনীর আশ্বাসে অবশেষে রাজধানীর কুড়িল বিশ্বরোডে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এ পথে শুরু হয়েছে যানচলাচল।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।

প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, হাজিরা বৃদ্ধি, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার প্রগতি স্মরণী সড়ক অবরোধ করে রাখেন ইউরোজন ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এতে কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

জানা গেছে, প্রগতি সরণির কুড়িল অংশে প্রথমে অবরোধ করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের কিছু অংশ বিমানবন্দর-বনানী সড়কও অবরোধ করেন। এতে এই দুই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পোশাক শ্রমিকরা অভিযোগ করেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। কিন্তু গত ১০-১১ মাস ধরে মালিকপক্ষ মাসের ১৫-২০ তারিখে বেতন দিচ্ছে। এছাড়া বর্তমানে অপারেটরদের হাজিরা ৪০০ টাকা আর হেলপারদের হাজিরা ৩০০ টাকা। অপারেটরের হাজিরা ৭০০ টাকা ও হেলপারের হাজিরা ৬০০ টাকা।

পোশাক শ্রমিকদের দাবি, তাদের বেতন বাড়াতে হবে। তাদের পাওনা ছুটি দিতে হবে। এগুলো কিছুই মালিকপক্ষ করে না। এ কারণেই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।

এ বিষয়ে ভাটারা থানার (উপ-পরিদর্শক) এসআই সিদ্দিক বলেন, শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে তারা অবরোধ তুলে নিয়েছে। আমরা এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ