ছেলে হত্যার বিচার চাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী নিহত তানজিল জাহান ইসলাম তামিমের পরিবার। শনিবার (১২ অক্টোবর) মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের একথা জানান নিহত তামিমের বাবা।
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী নিহত তানজিল জাহান ইসলাম-এর বাবা মা ভাইসহ পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।
এ সময় নিহত তানজিলের বাবা বলেন, সান্ত্বনা ছাড়া কেও সহযোগিতা করছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে আমার পরিবার, দেয়া হচ্ছে হুমকি।
এ সময় তারা তামিম হত্যার বিচার চেয়ে বলেন, তাদেরকে কেবল আশ্বাসই দেয়া হয়েছে বিভিন্ন মহল থেকে। এখন উল্টো বিভিন্ন মহল থেকে দেয়া হচ্ছে হুমকি। মানববন্ধনে তারা অনতিবিলম্বে তামিম হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফ্ল্যাট নিয়ে বিরোধের জের ধরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এ ঘটনা ঘটেছে। যে ফ্ল্যাটে অতর্কিতভাবে ১০–১২ জন এই হামলা চালিয়েছে ওই ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তামিম।