কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে এলপিজিবাহী লাইটারেজ জাহাজ সুফিয়ায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। আজ রোববার সকাল ১১টার দিকে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে বহির্নোঙর এলাকায় ওই জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে উদ্ধারে যান উদ্ধারকারীর। নৌবাহিনী জানায়, জাহাজে থাকা ৩১ জন নাবিক পানিতে লাফিয়ে নেমে যান। পরে তাঁদের উদ্ধার করা হিয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘জাহাজটি কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। শনিবার মধ্যরাতে এতে আকস্মিক আগুন লেগে যায়। আগুন ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ।’
নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া অ্যাঙ্করেজের দক্ষিণে অবস্থানরত এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সুফিয়ার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীর পাঁচটি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের দুটি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ। মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বহির্নোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ শাপলা।
পরে নৌবাহিনীর আরও চারটি জাহাজ ও কোস্ট গার্ডের দুটি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। নৌবাহিনী ও কোস্টগার্ডের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। এ ছাড়া জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের মেডিকেল দল। নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের জাহাজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর কয়েকদিন পর বাংলার সৌরভ নামে অপর তেলবাহী জাহাজেও আগুনের ঘটনা ঘটে।