শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রতিনিধির / ৪৫ বার
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ব‌রিশাল শেরে-ই-বাংলা মে‌ডিক‌েল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সি‌ন ভব‌নে অগ্নিকা‌ন্ডের ঘটনা ঘট‌ে‌ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভি‌সের ৭টি ইউনিট। ত‌বে এই ঘটনায় কেউ হতাহত হ‌য়ে‌ছে কিনা, সে‌টি নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি কর্তৃপক্ষ।

প্রতক্ষ‌্যদর্শী, ফায়ারসা‌র্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে, রোববার (১৩ অক্টোবর) সকাল সা‌ড়ে ৮ ট‌ার দি‌কে হাসপাতা‌লের ব‌র্ধিত নতুন মে‌ডি‌সিন ভব‌নের নিচ তলায় আগু‌নের সূত্রপাত ঘ‌টে। নীচতলার স্টোররু‌মে বৈদ‌্যু‌তিক সট সা‌র্কি‌টের কার‌ণে আগুন লাগ‌তে পা‌রে ব‌লে তা‌দের ধারণা। এরপরপরই স্টোররু‌মে থাকা বে‌ডের ফো‌মে আগুন লে‌গে যায়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার সৃস্টি হয়।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা ঘটনাস্থ‌লে এসে আগুন ‌নিয়ন্ত্রণে আন‌তে পার‌লেও ধোয়ায় পু‌রো ভবন আচ্ছা‌দিত হ‌য়ে প‌ড়ে। অগ্নিকা‌ন্ডের ঘটনায় রোগী এবং স্বজনরা আত‌ঙ্কে ছোটাছুটি শুরু ক‌রে। ফায়ার সা‌র্ভি‌সের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভব‌নের ওপর তলায় থাকা রোগী‌দের উদ্ধার ক‌রে মূল ভব‌নে স্থানান্তর ক‌রে।

ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক বেলাল হো‌সেন জানান, খবর পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে ছু‌টে আসেন এবং আগুন ‌নিয়ন্ত্রণে আন‌তে সক্ষম হন।

হাসপাতা‌লের সহকারী প‌রিচালক ডা. মাহমুদ জানান, প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আসলে কেউ বা কতজন হতাহত হ‌য়ে‌ছে তার স‌ঠিক তথ‌্য নি‌শ্চিত হওয়া যা‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ