শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির / ৪৩ বার
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রাজবাড়ী‌ গোয়াল‌ন্দ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক‌ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।শ‌নিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ‌উপজেলার দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক‌ হোসেন দৌলতদিয়া ইউ‌নিয়নের সোহরাব মন্ডল পাড়ার বাসিন্দা। তিনি ছাত্রদলের একজন কর্মী বলে জানা‌ গেছে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ‌নিবার রাত সাড়ে ৯টার দিকে ফারুকের সাথে স্থানীয় রিপন ও তার সহযোগীদের কথা কাটাকা‌টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ফারুকের মাথা, পিঠ, পা ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের আ‌ধিপত্য বিস্তারের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জ‌ড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ