বিদেশি বিনিয়োগ বাড়াতে ২০১২ সালে প্রথমবারের মতো প্রবাসীদের ৩টি ব্যাংক অনুমোদন দেয় ব্যাংলাদেশ ব্যাংক। যার একটি এনআরবি কমার্শিয়াল বা এনআরবিসি ব্যাংক। ২০১৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ব্যাংকটি। উদ্যোক্তা ৫৩ জন প্রবাসী বাংলাদেশি।
কার্যক্রম চালুর পর থেকেই একের পর এক দুর্নীতিকাণ্ডে শিরোনাম হয় এনআরবিসি ব্যাংক। ঋণ জালিয়াতি, বেনামি শেয়ার, কেন্দ্রীয় ব্যাংকে মিথ্যা তথ্য দাখিলসহ নানা অনিয়মের কারণে অপসারণ করা হয় প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে।
২০১৭ সালে পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পান রাশিয়া প্রবাসী এস এম পারভেজ তমাল। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর।
পারভেজ তমালও কম নয়। পূর্বসূরিদের শুরু করা অনিয়ম-দুর্নীতি চূড়ান্ত রূপ পায় তার আমলে। সিন্ডিকেট করে ব্যাংকে নিয়োগ বাণিজ্য, ঋণ কেলেঙ্কারি, ভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থলোপাটসহ হেন কোনো অপরাধ নেই তিনি করেননি।