অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশ কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে সে বিষয়য়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্যও তাদের সহায়তা চান জামায়াতের আমির।