মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

দুবাইয়ে জনংসংখ্যা বেড়েই চলেছে

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী পেশাজীবীদের ব্যাপক আগমনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনংসংখ্যা বেড়েই চলেছে। অভিবাসীদের এই আগমনের ওপর ভর করে ২০২৬ সালের মধ্যে দুবাইয়ের জনসংখ্যা ৪০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বৈশ্বিক রেটিং সংস্থা এস অ্যান্ড পি এই তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমেসর।

‘দুবাইয়ের ম্যাক্রোইকোনমিক সম্ভাবনা কেমন?’ শীর্ষক এক নোটে এস অ্যান্ড পি বিশ্লেষকরা বলেছেন, আমাদের ধারণা, ২০২৪ সালে দুবাইয়ের মাথাপিছু জিডিপি প্রায় ৩৮ হাজার মার্কিন ডলার হবে। ২০২৩ সালের শেষে স্থায়ী জনসংখ্যা ৩৭ লাখে পৌঁছেছে। তবে শক্তিশালী প্রবাসী আগমনের ফলে ২০২৬ সালের মধ্যে এই সংখ্যাটা ৪০ লাখে পৌঁছাবে।

মধ্যপ্রাচ্যের আর্থিক, পর্যটন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পুরো বিশ্বে পরিচিত দুবাই। এই পরিচিতির জোরে গত কয়েক বছরে দুবাইয়ের বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ এসেছে। বহু মিলিয়নেয়ার দুবাইয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন। এতে দেশটির জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

চলতি বছরের শুরু থেকে দুবাইয়ের জনসংখ্যা এক লাখ ৩৪ হাজারের বেশি বেড়ে ১৬ অক্টোবর পর্যন্ত ৩ দশমিক ৭৮৯ মিলিয়নে পৌঁছেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে শহরের জনসংখ্যা ৩ লাখ ৭৮ হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে। মূলত বিদেশি পেশাজীবী, শ্রমিক ও বিনিয়োগকারীদের আগমনের কারণে শহরটির জনসংখ্যা এত বেড়েছে।

পাশাপাশি দুবাই, আবুধাবি ও শারজায় ২০২৪ থেকে ২০৪০ সালের মধ্যে সেন্টি-মিলিয়নেয়ারদের অভিবাসনে ১৫০ শতাংশের বেশি বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। হেনলি অ্যান্ড পার্টনার্স অনুযায়ী, দুবাইয়ে ২১২ জন সেন্টি-মিলিয়নেয়ার এবং ৭২ হাজার ৫০০ জন মিলিয়নেয়ারের বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories