শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

দিনের বেলায় মোহাম্মদপুরে ১২ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির / ৫৫ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে নেসলে কোম্পানির গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় নিয়ে যাওয়া হয় কোম্পানির কর্মীর কাছ থেকে ৭০ হাজার টাকার চেক।

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মাদী হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এরপরই ঘটে ছিনতাইয়ের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাড়ি নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন নেসলের কর্মীরা। পথে গাড়িটি ৩ নম্বর সড়কে পোঁছালে দুটি মোটরসাইকেল পথরূদ্ধ করে। তাতে ছিলেন ৬ ব্যক্তি। চাপাতি-ছুরি দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে নেসলে কোম্পানির নগদ টাকা ও চেক ছিনতাই করা হয়। এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ