প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। আজ সোমবার তিনি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মধ্য দিয়ে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে।
এবার মিশ্রি জানালেন, ‘এই ইস্যু নিয়ে আমরা এবার চীনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।’
ভারতের পররাষ্ট্রসচিব জানান, ডেপসাং ও ডেমচক এলাকায় টহল দেওয়া নিয়ে সমঝোতা হয়েছে চীনের সঙ্গে। তবে, এ ব্যাপারে এখনই বিস্তারিত জানাননি তিনি।
২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যাকে একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করা হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কমান্ডার-স্তরের ২০ বারের বেশি আলোচনা সত্ত্বেও পূর্ব লাদাখে ডেপসাং ও ডেমচকের মতো জটিল পয়েন্টগুলো এতদিন অমীমাংসিত ছিল।
হিন্দুস্তান টাইমস বলছে, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় নিহত হয়। এতে চীনা সেনা নিহতের তথ্য পাওয়া গেছে। তবে কতজন চীনা মারা গেছেন, নির্দিষ্ট করে বলা হয়নি।
এরপর থেকেই সীমান্তে সংঘাত এড়াতে আলোচনা শুরু করে দুই পক্ষ। কিন্তু কোনোমতেই একমত হতে পারছিল না তারা। ফাঁকে ফাঁকে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসছিল, সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন। এবার সংঘাতের সমাধানের পথ সহজ হলো বলেই দাবি করলেন ভারতের পররাষ্ট্রসচিব।