শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের তালিকা করছে সরকার

প্রতিনিধির / ৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার কেনো নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবীরা জানান, জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের তালিকা করছে সরকার। নিহত-আহতের ক্ষতিপূরণও দেয়া হচ্ছে। তবে নাম পরিচয়হীন অনেক আহত-নিহত ক্ষতিপূরণ পাচ্ছেন না। এমনকি ক্ষতিপূরণ কিভাবে পাওয়া যাবে সেটিও তারা জানেন না। সবার ক্ষতিপূরণ নিশ্চিত করতেই এ রিটটি দায়ের করেন তারা। এর আগে আহত-নিহতদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে একাধিক রিট হয় উচ্চ আদালতে।

এদিকে স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী।

এর আগে গত সপ্তাহে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আন্দোলনে আহত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা মনির মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ