বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

পুনে টেস্ট জিততে ভারতের লক্ষ্য ৩৫৯ রান

প্রতিনিধির / ১১ বার
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের সকালটা ভারতের। ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করা কিউইদের অলআউট করতে ভারতের এক ঘণ্টার বেশি লাগেনি। রানও যোগ করেছে মাত্র ৫৭। তাতে পুনে টেস্ট জিততে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৯ রান। দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।

স্পিন সহায়ক উইকেটে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা সহজ কোনো কাজ নয়। ইতিহাসও বলছে, জিততে হলে ভারতকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।

ঘরের মাঠে ভারত ৩০০–এর বেশি লক্ষ্য তাড়া করতে নেমেছে ২৬ বার, যেখানে ভারত জিততে পেরেছে মাত্র ১টিতে। সেটাও ২০০৮ সালে। চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করেছিল তারা।

৩০০–এর বেশি রান তাড়া করতে নেমে ভারত হেরেছে ১৪টি ম্যাচে। টাই হয়েছে ১টি ম্যাচ, ড্র ৯টি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এতো রান তাড়া করে কোনো দল টেস্ট জেতেনি। ১৯৬৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ