শিরোনাম:
অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালেককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত টেকনাফে নাফ নদীতে ডুবে যাওয়া নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক গ্রেফতার গাজীপুরে রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে মুক্তিপণ নিতে গিয়ে ডিবি পুলিশের কাছে ধরা পড়েছে অপহরণকারীরা গণমাধ্যম সংস্কারে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর নেবে সরকার বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করতে হবে ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বাজার সামলাতে বিভিন্ন দেশ থেকে ডিম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার রাষ্ট্রপতির

প্রতিনিধির / ৪৬ বার
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে ‘মিথ্যাচার’ করায় মো. সাহাবুদ্দিন আর কোনোভাবেই রাষ্ট্রপতির পদে থাকতে পারেন না বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক সমাবেশে নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেছেন, বঙ্গভবনে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন সাহাবুদ্দিন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে।

‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে’ রাজধানীর লালবাগের হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে এই সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। ‘ঢাকা রাইজিং’ শিরোনামে এটি তাদের তৃতীয় সমাবেশ। সমাবেশ দুই শতাধিক মানুষ অংশ নেন।

এর আগে ৬ অক্টোবর যাত্রাবাড়ী প্রথম এবং ১৮ অক্টোবর মেরুল বাড্ডায় দ্বিতীয় সমাবেশ করে তারা। রাজধানীর লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকাকে ছাত্র–জনতার অভ্যুত্থানের ‘পাল্‌স পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক কমিটি।

রক্তের দাগ শুকানোর আগেই দেশকে অস্থিতিশীল করার জন্য রাষ্ট্রপতি পাঁয়তারা করছেন বলে সমাবেশে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, রাষ্ট্রপতির বিষয়ে ৫ আগস্ট দফারফা হয়ে গেছে। গণ–অভ্যুত্থানের দিনই সংবিধান অকার্যকর হয়ে গেছে। সাহাবুদ্দিন আর বঙ্গভবনে থাকতে পারবেন না। জাতীয় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই রাষ্ট্রপতিকে অপসারণ করার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ