শিরোনাম:
পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ভারতের কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধ চলছে নিরাপত্তা বাহিনীর কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আটক ছাড়পত্র না থাকায় কয়লা তৈরির ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত রাজশাহীতে আওয়ামীলীগ নেতাকে গুলি ও কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা ফেনীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজন গ্রেফতার সুনামগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু গাইবান্ধায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি নারায়ণগঞ্জে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছে স্বামী পুলিশের হাতে আটক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

ইসরায়েলের বিমান হামলাকে শয়তানি বললেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রতিনিধির / ৪৮ বার
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ইরানে ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তাদের এই হামলাকে ‘শয়তানি’ বলে অভিহিত করেন তিনি। রোববার (২৭ অক্টেবার) ইসরায়েলের হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর নিহত চার সদস্যের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

খামেনেয়ি বলেন, ইসরায়েলি সরকার হামলার ক্ষয়ক্ষতিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ইরানের ভেতরে কেউ যদি এটিকে ছোট করে দেখানোর চেষ্টা করে তাহলে সেটিও ভুল হবে।

তিনি বলেন, আমাদের জন্য এটি কিছুই নয় এবং এটি কোনো গুরুত্ব বহন করে না, এমনটি বলা ভুল হবে। ইহুদি সরকারের হিসাব-নিকাশের ভুল ভেঙে দিতে হবে। তারা ইরান, এর যুবসমাজ এবং এর জাতিকে জানে না। তারা এখনো ইরানি জাতির শক্তি, সক্ষমতা, উদ্ভাবন ও ইচ্ছাশক্তি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হয়নি। আমরা তাদের এটি বুঝতে বাধ্য করব।

এ ছাড়া এই হামলার পর সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ভাষায় একটি অ্যাকাউন্ট খোলেন খামেনেয়ি।

এর আগে শনিবার (২৬ অক্টেবার) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়।

পরে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার (২৬ অক্টেবার) রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ