সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু

প্রতিনিধির / ৪ বার
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদামের ছাদ ধসে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত বারোটার দিকে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই দুই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। ভবনের ছাদ ধসের পর স্থানীয় বাসিন্দারা ওই দুইজন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া স্তুপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।

রোববার সকালে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন মরদেহটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয় বাসিন্দারা বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় লুটকারীরা। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ধসে যাওয়া ভবনের স্তুপের নিচে চাপা পড়া আমিন নামে ওই যুবকের চিৎকার শুনতে পান তারা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় অপর দুইজন ব্যক্তির আহত হয়েছেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওই গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন ধরে কয়েক দফায় বিটিসিএলয়ের ওই গুদামে লুটের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তিকে ওই গুদামে আশপাশে দেখা যায়। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুইটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির নিথর দেয় পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।\

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ