শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির / ৬৩ বার
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল স্বাগতিক নেপালকে। যেখানে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে সাবিনা-সানজিদারা। শিরোপা ধরে মিশনে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে এবারের যাত্রা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। আর সেমিফাইনালে এবার ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।

প্রথম সেমিফাইনালে ৭-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের মেয়েরা। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেছেন। দলের পক্ষে বাকি দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীন।

২-০ হতে পারত ১১ মিনিটে। কিন্তু ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার। ১৪ মিনিটে অবশ্য ২-০ হয়েছে ঠিকই। শিউলির কাছ থেকে তহুরা বল পান। বক্সের প্রায় সামনে থেকে শরীরটাকে বাঁকিয়ে একটু বিভ্রান্ত করেন তিনি ভুটানের গোলকিপার সংগীতা মনগেরকে। ভারত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো তহুরা বাকি কাজটা করেছেন বাঁ পায়ের দারুণ শটে।

২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তার প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে ঠিকই জ্বলে উঠেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ