শিরোনাম:
লক্ষ্মীপুরে দিনের বেলা খাবার গ্রহণ করার অপরাধে কান ধরে উঠবস করানো হয়েছে কয়েকজনকে মুন্সিগঞ্জের ডেরায় নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক জেলেকে ধরে পুলিশে দিয়েছে জনতা ঝিনাইদহে পাওনা টাকা আদায়ের জেরে বিপক্ষে সংঘর্ষে ১৪ জন আহত রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কে আটক করে নেয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছে তারেক রহমান রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে লাগা সংঘর্ষে আহত সেই রিক্সা চালকের মৃত্যু হয়েছে পটুয়াখালীতে বসত ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শেরপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বেনাপোলে অভিযানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্যের মৃত্যু
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

মোহাম্মদপুরের সব হাউজিংয়ে বসছে সেনাক্যাম্প

প্রতিনিধির / ৪৩ বার
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মিনি সুপার শপে ডাকাতির ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় এ অভিযানে নামে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যৌথ ওই অভিযানে কিশোর গ্যাংয়ের অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষে রাত ১টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে ২৩ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও সেনাবাহিনীর যৌথ এ অভিযানে ছিনতাই করা অবস্থায় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৪০ জনের মতো সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।

আটকদের অনেকের হাতে ট্যাটু ছিল। এরমধ্যে কারও কারও হাতে ডাবল স্টার খোঁচানো ট্যাটুও দেখা গেছে। একেকটি কিশোর গ্যাংয়ের সদস্যরা একেক ধরনের ট্যাটু ব্যবহার করে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

মেজর নাজিম আহমেদ জানান, মোহাম্মদপুরে ২৭ থেকে ২৮টি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে সেনাবাহিনী। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার (২৭ অক্টোবর) থেকে বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। দুই-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে। যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

সেনাবাহিনী জানায়, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ১৮টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছাড়াও ২৬১ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রায় ৮০টির মতো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ