মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় গাংনী থানার পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়েছে।
জয়নাল হোসেন জানান, সকালে তিনি বাড়ির মেইন গেইটের সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট দেখতে পান। চিরকুটে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। অন্যথায় গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, জয়নাল হোসেন বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে দুবৃর্ত্তদের রেখে যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি।