তিউনিসিয়া উপকূলীয় এলাকা থেকে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে। কয়েক দিন ধরে পানিতে ভেসে থাকায় মরদেহগুলোতে পচন ধরেছে। তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেম এডিন জেবালির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘সোমবার উপকূলীয় এলাকা থেকে ১৬ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন ধরে পানি ভেসে থাকায় এসব মরদেহে পচন ধরেছে। যে কারণে মরদেহে পরিচয় শনাক্ত করা যায়নি।’
এর আগে, গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ অন্তত ১৫ তিউনিশিয়ান নাগরিকের মৃত্যু হয়। নিখোঁজ হন আরও ১০ জন।
সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপকূলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটছে। একইসঙ্গে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও অনেক বেড়েছে। গত কয়েক বছরে হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।