শিরোনাম:
লক্ষ্মীপুরে দিনের বেলা খাবার গ্রহণ করার অপরাধে কান ধরে উঠবস করানো হয়েছে কয়েকজনকে মুন্সিগঞ্জের ডেরায় নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক জেলেকে ধরে পুলিশে দিয়েছে জনতা ঝিনাইদহে পাওনা টাকা আদায়ের জেরে বিপক্ষে সংঘর্ষে ১৪ জন আহত রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কে আটক করে নেয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছে তারেক রহমান রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে লাগা সংঘর্ষে আহত সেই রিক্সা চালকের মৃত্যু হয়েছে পটুয়াখালীতে বসত ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শেরপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বেনাপোলে অভিযানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্যের মৃত্যু
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

আজও সায়েন্সল্যাব মোড় অবরোধ

প্রতিনিধির / ৫৪ বার
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে আজ আবারো বিক্ষোভ করছেন অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই এলাকা অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গতকালও তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। দাবি আদায় না হওয়াপর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

এ সময় তারা, ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় যানজট না করে, শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানালেও সে কথা মানছেন না শিক্ষার্থীরা।

এর আগে, একই দাবিতে ৩ দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এরপর থেকেই অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ