যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। গতকাল মঙ্গলবারও গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় দেড় শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছেন ১৩২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬১ জনে পৌঁছেছে। এ ছাড়া এক বছরের বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি।
অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে ইসরায়েলের হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের অধিকাংশ নারী ও শিশু।
ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের স্থল অভিযানের মধ্যে চলতি মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে লড়াইয়ে অন্তত ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। লেবাননে অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।